পোস্টগুলি

2013 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ছাঃ)-এর ছালাত(২য়)

জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ছাঃ)-এর ছালাত ( ২য়) মুযাফফর বিন মুহসিন প্রথম অধ্যায় পবিত্রতা (ওযূ ও তায়াম্মুম) ইসলাম পবিত্রতাকে ঈমানের অর্ধেক বলে স্বীকৃতি দিয়েছে ১ এবং ‘ পবিত্রতা ছালাতের চাবি ’ বলেও ঘোষণা করেছে । ২ তাই মুসলিম মাত্রই পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সর্বদা সচেতন থাকবে , যাতে ঈমান জাগ্রত থাকে । বিশেষ করে ছালাতের ওযূর ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিবে । কারণ ওযূ না হ ’ লে ছালাত হবে না । ৩ তাই ওযূ বিষয়ে যে সমস্ত ত্রুটি-বিচ্যুতি রয়েছে সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে এবং সঠিকটা গ্রহণ করতে হবে । ( ১) মিসওয়াক করার ফযীলত ৭০ গুণ: শরী ‘ আতে মিসওয়াক করার গুরুত্ব অনেক । তবে মিসওয়াক করার ফযীলত সম্পর্কে বর্ণিত উক্ত প্রসিদ্ধ কথাটি জাল । যেমন: عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم تَفْضُلُ الصَّلاَةُ الَّتِى يُسْتَاكُ لَهَا عَلَى الصَّلاَةِ الَّتِى لاَ يُسْتَاكُ لَهَا سَبْعِينَ ضِعْفًا . আয়েশা (রাঃ) হ ’ তে বর্ণিত , রাসূলুল্লাহ (ছাঃ) বলেন , যে ছালাত মিসওয়াক করে আদায় করা হয় সেই ছালাত মিসওয়াক করা বিহীন ছালাতের