বিবাহ (দারস-৫)

অধ্যায়ঃ বিবাহ
দারস-৫
নবদম্পতির জন্য যে দোয়া করতে হয়ঃ
৯৭২. আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে নাবী (সাঃ) যখন কারো বিবাহের কল্যান কামনা করে দুয়া করতেন তখন বলতেনঃ بَرَكَلَّهُ لَكَ وَبَرَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَ فِيْ خَيْرَ
অর্থঃ আল্লাহ তোমাদের বরকত দান করুক, তোমাদের উপর বরকত নাযিল করুক এবং কল্যানের সাথে তোমাদের একত্র করুন।
ব্যাখ্যাঃ 
অজ্ঞতার যুগে দুয়ার পদ্ধতি এই ছিল যে তারা বলতঃ মুবারক হোক এবং আল্লাহ সন্তান দ্বারা সোউভাগ্যবান করুন। রাসুলুল্লাহ সাঃ এটা হতে নিষেদ করেছেন । তবে লক্ষ্যনীয় সকলে বরের উদ্দেশ্য একাকি নিরবে পাঠ করবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিবাহ (দারস- ৪)

বিবাহ (দারস-৬)

বিবাহ (দারস-৮)