বিবাহ (দারস-৩)

অধ্যায়ঃ বিবাহ
দারস-৩
স্নেহপরায়ণ, বেশী সন্তান প্রসবিনী নারীদেরকে বিবাহ করাঃ
৯৬৯. আনাস বিন মালেক (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন রাসুল(সাঃ) আমাদেরকে সর্বদা বিবাহের নির্দেশ দিতেন এবং বিবাহ বর্জন করাকে কঠোরভাবে নিষেধ করতেন। তিনি বলতেনঃ “তোমরা এমন সব রমণীকে বিবাহ কর যার খুব মুহব্বতকারিণী ও অধিক সন্তান প্রসবকারিণী হয়। কেননা কিয়ামতের দিন আমি তোমাদেরকে নিয়ে তখন অন্যান্য নাবীদের( আলাইহিমুস সালাম) কাছে আমার উম্মতের আধিক্যের গর্ব করবো।(ইবনু হিব্বান ১২২৮, আহমাদ ১২২০২, ১৩১৫৭)
ব্যাখ্যাঃ 
(হাদিসে বর্ণিত আরবি "আততাবাত্তুলি") অর্থ রমনীদের হতে পৃথক থাকা, বিবাহ না করা এবং বৈবাহিক সম্পর্ক হতে পৃথক থাকাকে বলা হয়। "ওয়াদুদা" বলা হয় এমন মহিলাকে যে তার স্বামীর সাথে সীমাহীন প্রেম ও ভালবাসা স্থাপন করে অথবা এমন পছন্দনীয়া রমনী যে তার উত্তম গুণাবলী, ভাল স্বভাব-চরিত্রের অধিকারিণী এবং নিজের স্বামীর সাথে অকৃত্রিম ভালবাসা স্থাপনকারিণী হয়। "ওয়ালুদা" বলা হয় এমন রমণী যে অধিক সন্তান প্রসবকারিনী হয়। এ জিনিসটি কুমারী নারীদের বংশীয় অবস্থা দ্বারা জানা যায়।"মুকাসিরুন" আমি আমার অনুসারীদের সংখ্যাধিক্যের কারনে অন্যান্য নবীদের (আলাইহিমুস সালাম) উপর গর্বকারী হবো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিবাহ (দারস- ৪)

বিবাহ (দারস-৬)

বিবাহ (দারস-৮)