বিবাহ (দারস-৭)

অধ্যায়ঃ বিবাহ
দারস-৭
বিয়ের প্রস্তাবকারীর প্রস্তাবিত পাত্রীকে দেখা শরীয়ত সম্মত

৯৭৪. জাবির রাঃ থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, যখন তোমাদের কেউ কোন রমনীকে বিবাহের প্রস্তাব দেবে তখন যদি সম্ভব হয় তবে যেন সে তাকে
ব্যাখ্যাঃ
এ হাদিস থেকে জানা গেল যে কোন ব্যক্তি কোন রমণী কে বিবাহ করার ইচ্ছা করলে তাকে একবার নিজেই দেখে নেয়া উচিত। জমহুরের নিকট এরুপ করা মুস্তাহাব, জরুরী নয়। যদি সে নিজের কোন নির্ভরযোগ্য আত্নীয়া মহিলাকে পাঠিয়ে দিয়ে ঐ রমণীর চেহারার রঙ ও রুপ এবং স্বভাব চরিত্র সম্পর্কে জেনে নিতে পারে তবে এটাও ঠিক হবে। যেমন রাসুলুল্লাহ সাঃ উম্মে সুলায়েমকে (রাঃ) পাঠিয়ে একজন রমণী সম্পর্কে সবকিছু জেনে নিয়েছিলেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিবাহ (দারস- ৪)

বিবাহ (দারস-৬)

বিবাহ (দারস-৮)